• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটের ৪৬ ইউনিয়নে ভোটগ্রহণ

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০১৬
সিলেটের ৪৬ ইউনিয়নে ভোটগ্রহণ

97513_143-16বৃহস্পতিবার সারা দেশের ৬৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেটের ৪৬টি ইউনিয়ন রয়েছে। ওইসব ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোগ্রহণ চলবে। এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা।
সিলেট বিভাগে যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- সিলেটের গোয়াইনঘাট উপজেলার রস্তুমপুর, পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, আলীর গাঁও, ফতেপুর, নন্দরিগাঁও, তোয়াকুল। কেম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর, পূর্ব ইসলামপুর, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই, দক্ষিণ রনিখাই।

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক, চরমহল্লা, ইসলামপুর, কলারোকা, নোয়ারই, খুরমা (উত্তর), ভাত গাঁও, দোলার বাজার, খুরমা (দক্ষিণ), জাউয়াবাজার, সৈদেরগাঁও, ছৈলা আফজালাবাদ, সিংচাপইড়।

মৌলভীবাজার জেলার বড়লেখ উপজেলার বড়লেখা, বার্ণি, দক্ষিণ শাহবাজপুর, দক্ষিণভাগ (দক্ষিণ), দাসের বাজার, নিজ বাহাদুরপুর, সুজা নগর, দক্ষিণভাগ (উত্তর), উত্তর শাহবাজপুর, তালিমপুর।

জুড়ি উপজেলার গোয়ালবাড়ী, সাগরনাল, পূর্বজুড়ী, জাফরননগর, পশ্চিমজুড়ী।

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ, বাদলপুর, জলসুখা, কাকাইলছিও, শিবপাশা।