• ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিংহবাড়িতে কবিগুরুকে স্মরণ

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০১৯
সিংহবাড়িতে কবিগুরুকে স্মরণ

বাংলার আলো ডেস্ক :::::::: সিলেটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে নগরীর চৌহাট্টা এলাকার সিংহ বাড়ি।

বুধবার (৬ নভেম্বর) সকাল ৮টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণিল শোভাযাত্রা সহকারে সিংহ বাড়িতে প্রবেশ করা হয়।

এ সময় গানে গানে রবীন্দ্রনাথের শত বছর আগের স্মৃতি স্মরণ করা হয়।

এরপর সিংহবাড়িতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক পীযুষ কুমার দে।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন সংগঠন ও শিল্পীরা কবিগুরুর গান পরিবেশন করছেন।

স্থানীয় শিল্পীদের উদ্যোগে সিংহবাড়িতে একটি আর্ট ক্যাম্পেরও আয়োজন করা হয়।

সিংহবাড়ির এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান।

আয়োজন চলবে রাত ১০টা পর্যন্ত।