
বাংলার আলো ডেস্ক :::::::: সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা আজ শুক্রবার (১লা নভেম্বর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়।
বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি শাব্বীর আহমদ ফয়েজ এর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হেলাল আহমদ চৌধুরী, এম এ মালেক,এম এ রউফ,নুর উদ্দিন রাসেল, সুমন মিয়া, এমদাদ শামীম আহমদ, সাইফুল ইসলাম, তারেক চৌধুরী রাহেল প্রমূখ।
সভায় সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি শাব্বীর আহমদ ফয়েজ সিনিয়র সদস্য’সহ সকল সদস্যদের বক্তব্য ও মতামত শুনে মেধা ও কর্মের উপর ভিত্তি করে ২০১৯-২০২১ সালের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এতে শেখ মোঃ লুৎফুর রহমান’কে সভাপতি ও এস এম জহুরুল ইসলাম’কে সাধরণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ সভাপতি এম এ মালেক, সহ সভাপতি এম এ রউফ, সহ সাধারণ সম্পাদক শেখ খালিদুর রহমান সাঈদ, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম তুহিন, দফতর সম্পাদক ফয়ছল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাওছার আলী, প্রচার সম্পাদক জাবেদ এমরান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডাঃ বাপ্পি চৌধুরী, নির্বাহী সদস্য সাব্বির আহমদ, নাজিম উদ্দিন, নাসির উদ্দিন, জাবেদুল ইসলাম দিদার ও তাইবুর রহমান।
সভায় সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রদক্ষেপ ও তা বাস্তবায়ন করার জন্য নতুন কমিটির উপর সেই দায়িত্ব অর্পন করা হয়।