
বাংলার আলো ডেস্ক :::::::: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের উপর প্রশাসনের মদতে জাবি শাখা ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাবিপ্রবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে একটি মিছিল বের করে তারা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন।
এসময় শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন মিয়ার সঞ্চালনা সভাপতিত্ব করেন শাখা ছাত্রফ্রন্টের সহসভাপতি তৌহিদুজ্জামাল জুয়েল।
এসময় বক্তারা বলেন, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ক্রমাগত আন্দোলন করে আসছে জাবির প্রগতিশীল ছাত্র শিক্ষকদের একাংশ। এর ধারাবাহিকতায় চলে এসেছে বর্তমান আন্দোলন। এ যৌক্তিক আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য শিবির আখ্যা দিয়ে হামলা চালায় প্রশাসনের লালিত বাহিনী ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ।
বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ও ছাত্র শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য আহনান জানান।
উক্ত হামলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং এক কর্মীসহ বেশ কয়েকজন শিক্ষকসহ প্রায় ৩৫ জনের মতো আহত হয়।