• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমায় সিলেট জেলা প্রেসক্লাবের পাঁচ নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান

admin
প্রকাশিত জুন ১৩, ২০১৬
দক্ষিণ সুরমায় সিলেট জেলা প্রেসক্লাবের পাঁচ নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান

11প্রায় তিন’শ টি ব্যবসা প্রতিষ্ঠন নিয়ে গঠিত সিলেট সদর দক্ষিণ সুরমা সেলুন মালিক সমিতির উদ্যোগে সিলেট জেলা প্রেসক্লাবের নব-নির্বার্চিত পাঁচ নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবধিত অতিথিরা হলেন, সিলেট জেলা প্রেসক্লাবের  সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ মালেক, পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাস, নির্বাহী সদস্য নুরুল হক শিপু। শনিবার রাত ১০ টায় দক্ষিণ সুরমার স্টেশন সড়কের বাবনা পয়েন্টে অবস্থিত  সিলেট সদর দক্ষিণ সুরমা সেলুন মালিক সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দের পরিচালনায় ও সমিতির সভাপতি সজল চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কমান্ডের সহ-সাংগঠনিক সম্পাদক  আলহাজ্ব রফিকুল হক, বিশেষ অতিথি ছিলেন,২ নং বরইকান্দি ইউনিয়ন পরিষদের ২ বারের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মুকির হোসেন চৌধুরী, দক্ষিণ সুরমা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম, লাউয়াই স্পোটিং ক্লাবের সহ-সভাপতি আব্দুল সাত্তার,সিলেট মহানগর সেলুন মালিক সমিতির সভাপতি শ্রী ন্ন্টু চন্দ,সাধারণ সম্পাদক নির্মল চন্দ, সাংগঠনিক সম্পাদক বিষু চন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দক্ষিণ সুরমা সেলুন মালিক সমিতির কার্যকারী কমিটির সহ-সভাপতি মতি চন্দ্র, সেক্রেটারী মৃদুল কান্তি চন্দ, সহ-সেক্রেটারী মো.হাবিবুর রহমান হাবিব, মো. বিল্লাল মিয়া,রতন দাস,প্রচার সম্পাদক ইব্রাহীম মিয়া, সহ-প্রচার সম্পাদক প্রণয় চন্দ্র, সহ-সম্পাদক নৃত্য দাস, ধর্ম সম্পাদক মরণ চন্দ প্রমুখ।  প্রেস-বিজ্ঞপ্তি।