
সিলেট জেলা প্রেসক্লাব-এর ২০১৬-১৮ সনের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান আজ শনিবার। সিলেট নগরীর জেলা পরিষদ মিলনায়তনে বিকেল ৩ টায় অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এছাড়া, সিলেটের প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের উপস্থিত থাকবেন। সন্ধ্যায় সিলেটের শিল্পীদের নিয়ে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সাংবাদিক সহ সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব এর সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারন সম্পাদক শাহ দিদার আলম নবেল। প্রেস-বিজ্ঞপ্তি।