
সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ছড়াগাং রাবার বাগানে গাছ পরে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত কিশোর খাদিমপাড়া ইউনিয়নের উত্তর পিরেরচক গ্রামের আব্দুল জলিলের পুত্র মো. শিবলু মিয়া (১৭)।
মৃতের পিতা আব্দুল জলিল জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শিবলু প্রস্রাব করার কথা বলে ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হয়ে সে পার্শবর্তী ছড়াগাং রাবার বাগানে যায়। বাগানের ভেতরে গাছ চোরেরা গাছ কাটছিল। তখন শিবলুর উপর একটি গাছ এসে পরে এবং গাছের চাপা পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
এ ব্যপারে শাহপরান থানার ওসির সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।