• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে হাত বাড়ালেই মিলছে ফেনসিডিল

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০১৬
সিলেটে হাত বাড়ালেই মিলছে ফেনসিডিল

ডেস্ক  : নতুন মাদক ইয়াবা আসার পর ফেনসিডিলের চাহিদা কমে গিয়েছিল। তাছাড়া ফেনসিডিলের দামও বেড়ে যাওয়া ও র‌্যাব-পুলিশের একের পর এক অভিযানের কারণে এর বেচাকেনা সিলেটের মাদক হাটে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু ফের সক্রিয় হয়েছে সিলেটের পুরোনো ফেনসিডিল চক্র। তারা নতুন বিক্রেতাদের দিয়ে নগরীর অলিগলিতে বসিয়েছে ভাসমান অর্ধশত স্পট। এসব স্পটে প্রতিদিন সন্ধ্যার পর সহজেই মেলছে পুরোনো সেই মাদক ফেনসিডিল।
অনুসন্ধানে জানা গেছে, দক্ষিণ সুরমার ঝালোপাড়ার এক সময়ের ফেনসিডিল বিক্রেতা ছিলেন ‘ফেন্সি কাইয়ুম’। কাইয়ুমকে বেশ কবার র‌্যাব গ্রেপ্তার করেছিল। তার বিরুদ্ধে অসংখ্য মাদক মামলা বিচারাধীন ছিল। তিনি মারা যাওয়ার পর এই মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নেন তার ভাই দিলোয়ার ওরফে দিলু, পুত্র ফয়েজ আহমদ ও দিলুর শ্যালক ফরহাদ। গত দু মাস আগে দিলু ও তার শ্যালক ফরহাদকে ৩৫ বোতলসহ র‌্যাব আটক করে। বর্তমানে দিলু কারাগারে থাকলেও শ্যালক ফরহাদ ও ফয়েজ মিলে ঝালোপাড়াসহ আশপাশ এলাকায় ফেনসিডিলের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
মাদক সংশ্লিষ্ট সূত্র জানায়, ভার্থখলা ও ঝালোপাড়ায় বেশ কজন ফেনসিডিল বিক্রেতা রয়েছেন। তারা অলিগলিতে মোটরসাইকেলে করে ‘ডাইল’ নামের এ মাদক বিক্রি করে থাকেন। ওই স্পটের ফেনসিডিল বিক্রেতারা হলেন, ইসহাক মিয়ার ছেলে শাহিন, মাহমদের ছেলে আজাদ, লায়েকের ছেলে রাবু। এরা চাঁদনিঘাট, ভার্থখলা, কাঁঠালবাজার, বাবনা মোড় পর্যন্ত ফেনসিডিল বিক্রি করেন। শাহিনকে র‌্যাব একাধিকবার আটক করে।
সূত্র জানায়, দক্ষিণ সুরমার কুচাই পাঁচমাইল এলাকার স্পটে ফেন্সি জয়নালের ভাই ফলিক ফেনসিডিল বিক্রি করেন। কদমতলীর বালুর মাঠে ঝাড়– মিয়া, আলমপুরে পাসপোর্ট অফিসের গলিতে জকিগঞ্জের আমির আলী ও এনাম মিয়া, কদমতলীতে আলাই মিয়া, গঙ্গানগরে রিয়াজ, ফরেন পোস্ট অফিসের গলিতে কামাল ও সুমন, পুলেরমুখে বলদির জাকির, বরইকান্দিতে আলিম ও রুহুল, শিববাড়িতে অমল, পারাইচকে এনাম-২ ফেনসিডিল বিক্রি করে থাকেন বলে অভিযোগ আছে।
এদিকে, সিলেট নগরীর বারুতখানা এলাকার ফেনসিডিলের ডিলার ইমরান বলে সূত্র জানিয়েছে। তেমুখী পয়েন্টে ফেনসিডিল বিক্রি করেন নিজাম নামের এক ব্যক্তি। মজুমদারিতে স্বপন নামের ব্যক্তি ফেনসিডিল বিক্রি করে আসছেন।
জানতে চাইলে এসএমপির অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) জেদান আল মূসা বলেন, ফেনসিডিল আবার নতুন করে মাদক হাটে এসেছে। আমরা এ ব্যাপারে তথ্য সংগ্রহ করে তালিকা তৈরি করছি। শিগগিরই অভিযান চালানো হবে এসব স্পটে।’
র‌্যাব-৯ এর উপপরিচালক মেজর বীর ফখরুল ইসলাম খান বলেন, যে-কোনো মাদকের বিরুদ্ধেই র‌্যাব সোচ্চার। ফেনসিডিলের স্থানে ইয়াবা বেশি হওয়াতে ইয়াবার ওপর র‌্যাবের অভিযান বেশি। ফেনসিডিল মাদকবাজারে আবার আসার পরপরই দক্ষিণ সুরমার মোগলাবাজার থেকে র‌্যাব ফেনসিডিলসহ বিক্রেতাকে ধরেছে। এ অভিযান চলবে।