• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গালিপুর-দাউদপুর-মোমিনখলা রাস্তা ও ড্রেন সংস্কার জরুরি

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০১৬
গালিপুর-দাউদপুর-মোমিনখলা রাস্তা ও ড্রেন সংস্কার জরুরি

সিলেট দক্ষিণ সুরমার সিটি কপোরেশনের ২৫ নং ওয়ার্ডের অর্ন্তভূক্ত গালিমপুর-দাউদপুর-মোমিনখলার অবশিষ্ট রাস্তা ও ড্রেন সংস্কার কাজ জরুরি হয়ে পড়েছে।
গত বুধবার দুপুরে ৮৬ জন স্বাক্ষরিত ওই এলাকার বসবাসকারী নাগরিক ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু ও সিলেট সিটি কপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের কাছে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করেছেন। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এ বিষয়ে গ্রামবাসীর কাছ থেকে আবেদনটি পেয়ে তিনি অতিসত্তর ব্যবস্থা নেয়ার জন্য সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমানের বরাবরে প্রেরণ করেন। যার স্মারক নং-৩৬১০।
স্মারকলিপিতে গ্রামবাসী উল্লেখ করেন, ২৫ নং ওয়ার্ডের অর্ন্তভূক্ত গালিমপুর-দাউদপুর-মোমিনখলার অবশিষ্ট রাস্তা ও ড্রেন দীর্ঘদিন ধরে নাজেহাল অবস্থায় রয়েছে। তাদের রাস্তা সংস্কারের পূর্বের আবেদনের পরিপ্রেক্ষিতে সিটি কপোরেশন কর্তৃক ১৬০০ ফুট আরসিসি রাস্তা ও ড্রেনের কাজ ইতিপূর্বে সম্পন্ন হয়েছে। বর্তমানে সিলেট-ঢাকা মহাসড়ক পর্যন্ত অবশিষ্ট ৫০০ ফুট রাস্তা ও ড্রেনসহ কাজ না হওয়াতে স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিস-আদালতের চাকুরীজীবী এবং ব্যবসায়ীরা দৈনন্দিন জীবনযাত্রা ও চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ রাস্তার সাথে সংযুক্ত চকেরবাজার, চান্দাই, শিববাড়ী, জৈনপুর,গালিমপুর, দাউদপুর, মোমিনখলা, কায়েস্থরাইল ও ঢাকা বাইপাস মহাসড়কের সংযোগ রয়েছে। তাই অবশিষ্ট ৫০০ ফুট রাস্তা ও ড্রেনের সংস্কার কাজ সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিজ্ঞপ্তি