
সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি ও নাশকতাকারীদের ধরতে ব্লক রেইড দিয়ে মেসে মেসে তল্লাশি চালিয়েছে মহানগর পুলিশ। তবে ওই অভিযানে কোন জঙ্গি বা অপরাধী ধরা পড়েনি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের কাজিরখলা ও বালুরমাঠ এলাকায় এ অভিযান চালানো হয়।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক জানান, প্রায় ৩০০ পুলিশ সদস্য নিয়ে ব্লক রেইড দেয়া হয়েছে। কাজিরখলা ও বালুরমাঠ এলাকার মেসগুলোতে জঙ্গি, নাশকতাকারী বা চিহ্নিত অপরাধীরা থাকতে পারে এমন আশঙ্কায় অভিযান চালানো হয়েছিল।
প্রসঙ্গত, এর আগে সিলেট নগরীর শেখঘাট এলাকায় গভীর রাতে ব্লক রেইড দিয়ে অভিযান চালানো হলেও কোন অপরাধীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।