
সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে ট্রাকের বেপোরোয়া গতি কেড়ে নিয়েছে এক রিকশাচালকের প্রাণ। তাৎক্ষনিক নিহত চালকের নাম পরিচয় জানা যায় নি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আম্বরখানা পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে এঘটনার পর আম্বরখানা পয়েন্টে অবরোধ করছেন স্থানীয় জনতা। তাদের দাবি ৮টার আগে পুলিশের সহযোগিতায় নগরীর ভেতরে ট্রাক চলাচলের সুযোগ পায়। ৮টার আগে ট্রাক নগরীর অভ্যন্তরে ট্রাক প্রবেশ বন্ধ না করলে তারা অবরোধ তুলবেন না।
এ ব্যাপারে সিলেট মেট্রোপ্লিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, আম্বরখানায় ট্রাক চাপায় রিকশাচালকের মৃত্যুতে জনতা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি সমাধানের চেষ্টা করছে।