• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে ট্রাকচাপায় সূত্রধর নামে এক শিশুর মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০১৬
হবিগঞ্জে ট্রাকচাপায় সূত্রধর নামে এক শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধিঃ  হবিগঞ্জে ট্রাকচাপায় তুলি সূত্রধর নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের জেলার নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু পূর্ব তিমিরপুর গ্রামের পরিমল সূত্রধরের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, ওই বিদ্যালয়ের সামনে দ্রুতগামী একটি ট্রাক তুলিকে চাপা দেয়।  স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন এর সত্যতা নিশ্চিত করেন।images