• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট বিশ্বনাথে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, ‘নিহত’ ১

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০১৬
সিলেট বিশ্বনাথে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, ‘নিহত’ ১

বিশ্বনাথ উপজেলার সাহেবনগর নামক স্থানে সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস ও সিলেট থেকে ছাতকের গোবিন্ধগঞ্জগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক লেগুনা যাত্রী ‘নিহত’ হন।

সংঘর্ষে আহত হয়েছেন আরো ১৫ জন। তন্মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া বিশ্বনাথ থানার উমর আলী জানান, স্থানীয়দের কাছ থেকে একজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে তার পরিচয় পাওয়া যায়নি। এছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।16231