• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সেমিতে বোল্ট, পদক লড়াই সোমবার ভোরে

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০১৬
সেমিতে বোল্ট, পদক লড়াই সোমবার ভোরে

ডেস্ক : পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে অলিম্পিক স্বর্ণপদক ধরে রাখতে পারবেন তো উসাইন বোল্ট? শনিবার (১৩ আগস্ট) রাতে রিও অলিম্পিকে এই ইভেন্টের হিট অনুষ্ঠিত হওয়ার পর তেমন প্রশ্নই জেগেছে।

হিট জিতে ইভেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন এই জ্যামাইকান গতি সম্রাট। যিনি বর্তমানে বিশ্বের দ্রুততম মানব হিসেবে বিবেচিত। কিন্তু হিটে তিনি সময় নিয়েছেন ১০.০৭ সেকেন্ড। যেখানে বোল্টের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন সময় নিয়েছেন ১০.০১ সেকেন্ড।

গ্যাটলিন ছাড়াও হিটে বোল্টের চেয়ে কম সময়ে দৌড়েছেন কানাডার ডি গ্রাসি। তিনি সময় নিয়েছেন ১০.০৩ সেকেন্ড। এই ইভেন্টে তাই বোল্টকে ইতোমধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দুইজন। বোল্ট সেই চ্যালেঞ্জ উতরাতে পারবেন তো?

উত্তর জানতে অবশ্য অপেক্ষায় থাকতে হবে সোমবার (১৫ আগস্ট) ভোর অব্দি। সেদিন বাংলাদেশ সময় ভোর ৬টায় অনুষ্ঠিত হবে রিও অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল ও ফাইনাল।

প্রসঙ্গত, অলিম্পিকের আগের দুটি আসরেই পুরুষদের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে ইতোমধ্যে কিংবদন্তি ক্রীড়াবিদদের তালিকায় জায়গা করে নিয়েছেন উসাইন বোল্ট। দুই ইভেন্টেই টাইমিংয়ের বিশ্বরেকর্ড তার দখলেই।

Usain-Bolt