• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে স্কুল ছাত্রদের সংঘর্ষ,আহত ২

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০১৬
সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে স্কুল ছাত্রদের সংঘর্ষ,আহত ২

সিলেট নগরীর ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে মারামারিতে দুই ছাত্র আহত হয়েছেন। তাদের দুইজনের অবস্থা আশংকাজনক। তারা হলেন তালহা (১৬) এবং নাহিদ (১৭)।রবিবার দুপুর ২টায় স্কুল ছুটির পর এই সংঘর্ষের ঘটনা ঘটে।ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের বন্ধুদের কাছ থেকে জানা যায়, শনিবার স্কুল ছুটির পর ওসমানী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাফীর (১৬) সাথে ফেসবুক নিয়ে কিছু বহিরাগত ছাত্রের কথা কাটাকাটি হয় । এই ঘটনার জের ধরে রবিবার স্কুল ছুটির পর আগে থেকেই ওঁত পেতে থাকা ২০/২২ জন বহিরাগত সশস্ত্র হামলা চালায়।হামলায় শাফী, নাহিদ কিছুটা আহত হলেও তালহা এবং নাহিদ কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তালহা ওসমানী উচ্চ বিদ্যালয় এবং নাহিদ মেরিট হোম এর ছাত্র।নাহিদের বন্ধুদের কাছ থেকে জানা যায়, উভয় গ্রুপই ছাত্রলীগের দুটি গ্রুপের অনুসারী।এর আগেও একাধিকবার এদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এব্যাপারে কতোয়ালি থানার সেকেন্ড অফিসার এস আই ফজলে আজিম পাটোয়ারি জানান , ঘটনার পরেই ঘটনাস্তল থেকে একজনকে আটক করে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। এবং এ ঘটনায় সে জরিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।thCAHUMBOX