ডেস্ক : অলিম্পিক গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে টানা তৃতীয়বারের মতো স্বর্ণ জিতলেন উসাইন বোল্ট। সোমবার (১৫ আগস্ট) সকালে রিও রিও অলিম্পিকে এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন জ্যামাইকার এই বিশ্বসেরা দৌড়বিদ। এর আগে ২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডনে অনুষ্ঠিত অলিম্পিকেও স্বর্ণ জিতেছিলেন তিনি।
সোমবার স্বর্ণ জিতলেন ১০০ মিটার স্প্রিন্টের টাইমিংয়ে নিজের বিশ্বরেকর্ড (৯.৫৮ সেকেন্ড) ভাঙতে পারেননি বোল্ট। এদিন তিনি সময় নিয়েছেন ৯.৮১ সেকেন্ড। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন জিতেছেন রৌপ্য পদক। তিনি সময় নিয়েছেন ৯.৮৯ সেকেন্ড। কানাডার স্প্রিন্টার আন্দ্রে ডি গ্রাসি জিতেছেন ব্রোঞ্জ পদক।
এ নিয়ে টানা তিনটি অলিম্পিক আসরে স্বর্ণ জিতে ইতিহাসও গড়েছেন উসাইন বোল্ট। অলিম্পিকের ইতিহাসে প্রথম ট্র্যাক অ্যাথলেট হিসেবে একটি নির্দিষ্ট ডিসিপ্লিনে তিনটি স্বর্ণ পদক জয়ের রেকর্ড গড়লেন ২৯ বছর বয়সী এই স্প্রিন্টার।