• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরুধি মানববন্ধন

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০১৬
বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরুধি মানববন্ধন

“জঙ্গিবাদ নিপাত যাক, সন্ত্রাসীরা সাবধান” এই শ্লোগানকে সামনে রেখে সিলেট সদরের ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে গতকাল ১৬ আগস্ট মঙ্গলবার সকালে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নগরীর সুবিদবাজারে সিলেট প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশেনের ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সহ¯্রাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারী অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এবিসি কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ এবং বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার আহবায়ক মোস্তাক মাহমুদ, গ্রীনসিটি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ফারুক আহমদ, আদর্শ প্রি-ক্রডেট স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ ইসরাফিল, শহীদ ক্যাডেট একাডেমীর পরিচালক হুমায়ূন কবির, এডু-এইড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহজাহান শিপলু, এডু-এইড স্কুল এন্ড কলেজের পরিচালক আলী আহমদ মাসুদ, এবং সিলেটের বিভিন্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিনিধিবৃন্দ।
বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদকে একটি সামাজিক ব্যাধি হিসেবে অভিহিত করে বলেন, দেশে চলমান সন্ত্রাসী ও জঙ্গি কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও দেশবাসীকে সজাগ দৃষ্টি রাখার ও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। তারা বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন শিক্ষাখাতে বেসরকারী অংশীদারিত্বের একটি জ্বলন্ত উদাহরণ, যা বর্তমান সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নে সহযোগীর ভূমিকা পালন করে আসছে। বিজ্ঞপ্তিKindergarten Pic 16.08.16