
সিলেট নগরীর জিন্দাবাজারে সন্ত্রাসী হামলায় আহত ব্যবহায়ী মামুন আহমদ (২২) মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার ভাই ঈশান।
মামুন আহমদ জিন্দাবাজারের এ্যালিগেন্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী।
মঙ্গলবার বেলা ২টার দিকে মামুন নিজ দোকানে ছুরিকাঘাতের শিকার হন। কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহতাবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।
রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।