
সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির রংমহল টাওয়ার ক্যাম্পাসে লিফট দুর্ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ রংমহল টাওয়ার ক্যাম্পাসে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী অপু সিদ্দিকি জানান, তিন তলা থেকে হঠাৎই লিফটি ছিঁড়ে নিচে বেজমেন্টে এসে পড়ে। এ সময় লিফটে ৬ জন এল ইউ শিক্ষার্থী থাকলেও অল্পের জন্য তারা রক্ষা পেয়েছেন।
পরে সিকিউরিটির দায়িত্বে থাকা বজলুরের সহায়তায় লিফটের দরজা খুলে শিক্ষার্থীদের উদ্ধার করা হয়।