• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৬৮.৫৯, জিপিএ-৫ পেয়েছে ১৩৩০ জন

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০১৬
সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৬৮.৫৯, জিপিএ-৫ পেয়েছে ১৩৩০ জন

সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের উচ্চ মাধ্যামিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৬৮.৫৯। গতবার পাসের হার ছিলো ৭৪.৫৭। গতবারের চেয়ে এবারের ফলাফলের সব সূচকই কমেছে।

কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এবছর জিপিএ-৫ পেয়েছে ১হাজার ৩শ’৩০ জন শিক্ষার্থী, যেখানে গত বছর  ১হাজার ৩শ’৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো।

বৃহস্পতিবার সকালে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত ফলাফল সংবাদ সম্মেলনের পর প্রকাশ করা হবে বলে জানান তিনি।

এবছর সিলেট শিক্ষা বোর্ড থেকে মোট ৬৪হাজার ১শ’৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৩ হাজার ৮শ’৭০জন। এদের মধ্যে ছেলে ২০হাজার ৭শ’৭৯ ও মেয়ে শিক্ষার্থী ২৩ হাজার ৯১ জন।ssc-result-boys