
সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকার জনমনে ডাকাত আতঙ্ক বিরাজ করছে।শুক্রবার রাতে বড় ধরনের ডাকাতীর ঘটনা ঘটতে পারে; স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এমন সর্তকতার সংবাদ স্থানীয় জনপ্রতিনিধিদের জানানোর পর থেকেই বিরাজ করছে ডাকাত আতঙ্ক।
শুক্রবার রাত সাড়ে ১১টায় ২নং বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন মুঠোফোনে জানান, ‘দক্ষিণ সুরমা থানা থেকে তাকে ডাকাতির ব্যাপারে সর্তক থাকার জন্য বলা হয়েছে। একই তথ্য থানা এলাকাধিন সিটি করপোরেশনের ২৫ ও ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলরদেরও জানানো হয়েছে।’থানা থেকে তাকে বলা হয়েছে, ‘গোয়েন্দা সূত্র অনুযায়ী আজ রাতে দক্ষিণ সুরমায় বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটতে পারে। এজন্য তিনি তার এলাকার সবাইকে যেন সর্তক থাকতে বলেন। এছাড়া পুলিশের পক্ষ থেকেও কড়া নজরদারীর পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েনও রয়েছে বলে জানানো হয় তাকে।’তিনি আরো জানান, তিনি তার ইউনিয়নের সকল সদস্য ও গণমান্য ব্যাক্তিদের অবগত করেছেন। পাশাপাশি ডাকাত প্রতিরোধে সর্তক থাকার আহ্বান জানানো হয়েছে।