
নিজস্ব প্রতিবেদক: লালাবাজারে ফার্মেসি ব্যবসায়ী আজির উদ্দিন হত্যার প্রতিবাদে আন্দোলনে নেমেছে স্থানীয় ব্যবসায়ীরা । ওই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ১ ঘন্টা বন্ধ রেখে কর্মসূচি পালন করছে স্থানীয় ব্যবসায়ীরা। রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই অবরোধে রাস্তার দুইপাশে বিপুল সংখ্যক গাড়ি আটকা পড়ে। অবরোধ কর্মসূচির পাশাপাশি ওই এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠানেও কর্মবিরতি পালন করে আজির উদ্দিন হত্যার চিহ্নিত খুনিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। দুপুর ১টায় খুনিদের গ্রেপ্তারে আশ্বাস দিলে অবরোধ তোলে নেয়া হয়। তবে খুনিদের গ্রেপ্তার না করলে আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে জানান ব্যবসায়ী নেতা ফারুক।