
সিলেট নগরীর খুলিয়াপাড়ায় সাবেক সিটি কাউন্সিলর শাহানা আক্তার শানুর স্বামী তাজুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আছর নয়াসড়ক জামে মসজিদে নামাজে জানাজাশেষে মানিকপীর(র.) কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে, দাফন-কাফনশেষে সোমবার সন্ধ্যায় খুলিয়াপাড়া গরম দেওয়ান মাজারের পাশে এলাকাবাসীর ব্যানারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় তাজুল হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
নিহত তাজুলের সহোদর রফিকুল ইসলাম জানান, শাহানা বেগম শানু ও তাদের পুত্র অসুস্থ রায়হান ও রেদওয়ান সোমবার ভোরে ভারত থেকে সিলেটে এসে পৌঁছেন। স্বামীর লাশ দেখে এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তার ছেলেরাও কান্নায় ভেঙ্গে পড়ে। তিনি জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। সোমবার রাতে মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে।
গত রোববার রাতে শেখঘাট গরম দেওয়ানের মাজারের সামনে চোখে চুন ছিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় তাজুলকে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তাজুলের প্রতিপক্ষ গুলজারসহ চার জনকে আটক করেছে।