• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ফটো সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৯ কারারক্ষী বদলি

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৬
সিলেটে ফটো সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৯ কারারক্ষী বদলি

Photo-Journalistসিলেটে কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে কারারক্ষী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের সময় ফটোসাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৯ কারারক্ষীকে বদলি করা হয়েছে।

তন্মধ্যে ৪ জনকে সুনামগঞ্জ, ৩ জনকে মৌলভীবাজার এবং ২ জনকে হবিগঞ্জ কারাগারে বদলি করা হয়েছে।

বদলির বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের ডিআইজি-প্রিজন মো. তৌহিদুল ইসলাম।

প্রসঙ্গত, গত ২১ জুলাই কেন্দ্রীয় কারাগারের সামনে ছাত্রলীগ ও কারারক্ষীদের মধ্যকার সংঘর্ষের ছবি তুলতে গিয়ে কারারক্ষীদের হামলায় চার ফটোসাংবাদিক আহত হন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে। আহত ফটোসাংবাদিকদের বাসায় গিয়ে সমবেদনাও জানায়। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়।