• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিশেষজ্ঞদের চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ নিতে হবে: রাষ্ট্রপতি

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৬
বিশেষজ্ঞদের চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ নিতে হবে: রাষ্ট্রপতি

Xe784TM203qN8401471952699 (1)সাধারণ মানুষ যাতে চিকিৎসা সেবা নিতে পারে সেজন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের ফি কম নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অনেক বিশেষজ্ঞ চিকিৎসকরা যে পরিমাণ চার্জ আদায় করেন তা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। তাই আপনাদের চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ কমিউনিটি অফথ্যালমোলজিক্যাল সোসাইটির ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন রাষ্ট্রপতি।

আবদুল হামিদ বলেন, “আমাদের মনে রাখতে হবে চিকিৎসা সেবা গ্রহণকারীদের অনেকেরই সামর্থ্য কম এবং খরচের ভয়ে অনেকেই চিকিৎসা সেবা নিতে এগিয়ে আসে না। তাদের জন্য প্রয়োজন বিশেষ সুবিধা ও কম খরচে চিকিৎসা।”