
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বাংলাদেশ স্থানীয় সময় বিকেল ৪টা ৩৭ মিনিটে প্রায় ২০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় সিলেট নগরীর জিন্দাবাজারের বহুতল ভবন থেকে সাধারণ মানুষকে হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসতে দেখা যায়। তবে আহতের কোন খবর পাওয়া যায়নি। ৮৪ কিলোমিটার গভীরে এর মাত্রা ছিল ৬.৮।