• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০১৬
দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Untitled-1 copyসিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি জৈনপুর এলাকাতে রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে এ ঘটনাটি ঘটেছে। তিনি অপসোনিন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টিটিভ। এ বিষয়টি অপসোনিন অফিসে জানানো হয়। তারা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন এবং নিহতের নাম রাকিবুল ইসলাম বলে জানান। তার গ্রামের বাড়ি বাগেরহাট। তার আরেক ভাই কবির আহমদও একই প্রতিষ্ঠানে কমর্রত।ঘটনার সময় ঢাকা থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনেই রাস্তা পারাপারের সময় কাটা পড়ে রাকিবুলের পা। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।