• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথ থানা থেকে আসামী পলায়নের ঘটনায় ৩ পুলিশ ক্লোজড

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৬
বিশ্বনাথ থানা থেকে আসামী পলায়নের ঘটনায় ৩ পুলিশ ক্লোজড

index-29বিশ্বনাথ থানা থেকে রিমান্ডের আসামি পলায়নের ঘটনায় এএসআইসহ দুই কনষ্টেবলকে ক্লোজড করা হয়েছে। গতকাল বুধবার দায়িত্ব অবহেলার কারণে তাদের ক্লোজড করা হয় বলে থানা পুলিশ সূত্রে জানাযায়।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন- বিশ্বনাথ থানা এএসআই কামাল আহমদ, কনষ্টেবল সামাদ মিয়া ও নাছিমা বেগম। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি আবদুল হাই। তিনি বলেন, ক্লোজড হওয়ায় পুলিশ সদস্যরা থানা ত্যাগ করে পুলিশ লাইনে চলে গেছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে বিশ্বনাথ থানা থেকে হাতকড়া’সহ পুলিশের চোখ ফাকি দিয়ে ডাকাতি মামলার রিমান্ডের আসামি রুহুল আমিন পালিয়ে যায়। আসামি রুহুল আমিন পালিয়ে যাওয়ার ঘটনায় বুধবার সকালে বিশ্বনাথ থানার এসআই হাবিবুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং ২৬।