
সিলেট নগরীর কানিশাইল শামীমাবাদে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ছেঁড়ার অপরাধে মো. আবদুল মালেক নামের এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার সন্ধ্যায় কানিশাইল এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ।আটক মালেক কানিশাইল এলাকার মৃত মোশাহিদ আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়- জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার টানানো হয়। ১৫ আগস্ট রাত আড়াইটার দিকে আবদুল মালেক বঙ্গবন্ধুর ছবি টেনে ছিঁড়ে ফেলেন।খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আবদুল মালেককে সনাক্ত করে শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।