
বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম.এ.জি ওসমানীর ৯৮তম জন্মবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে- বৃহস্পতিবার দরগাহে হযরত শাহজালাল (র:) মাজার প্রাঙ্গণে সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত খতমে কোরআন, বাদ জোহর হযরত শাহজালাল (র:) জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে হযরত শাহজালাল (রঃ) মাজার সংলগ্ন বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর ফাতেহা পাঠ শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হবে এবং দরগাহ গেইট প্রধান গেইট¯’ নিউ জম জম হোটেলে সন্ধ্যা ৭টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বঙ্গবীর এম.এ.জি ওসমানীর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভায় সর্বস্তরের ওসমানী অনুরাগীদের সদয় উপ¯ি’ত কামনা করেছেন সংগঠনের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল ও সাধারণ সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ। বিজ্ঞপ্তি