• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ভারতীয় সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলি

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০১৬
সিলেটে ভারতীয় সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলি

35-1রিপোর্ট ডেস্ক : সীমান্তবর্তী সংগ্রামপুঞ্জি এলাকায় সোমবার ভোরে ভারতীয় সন্ত্রাসীদের সাথে গোয়াইনঘাট থানা পুলিশের গোলাগুলি হয়েছে। এতে থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে। আটক অস্ত্র ব্যবসায়ী স্ক্যালিং তাড়িয়াং(৩২) সংগ্রামপুঞ্জি খাসিয়া বস্তিতে বসবাস করে। তার কাছ থেকে ২টি পিস্তল, ১টি কাটা বন্দুক,  ২৩ রাউন্ড গুলি, ২টি বড় রামদা, একটি ছোরা এবং তিনটি খাসিয়া দা উদ্ধার করা হয়েছে। গোয়াইনঘাটর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৩টার দিকে তারা ওই গ্রামে অভিযান চালান। উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ভারতীয় সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ সব মিলিয়ে ১৮ রাউন্ড গুলি বর্ষণ করে। আটক অস্ত্র ব্যবসায়ী স্ক্যালিংকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ওসি।