
সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। খেলার ছলে নদীতে ভেসে যাওয়া সাত বছরের শিশু সজীবের লাশ ১০ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।সোমবার দিবাগত রাত ২ টার দিকে কুশিয়ারা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশু সজীব দুবাগ ইউনিয়নের উত্তর চরিয়া গ্রামের নজরুল ইসলামের পত্র।জানা যায়, দুবাগ ইউনিয়নের উত্তর চরিয়া গ্রামের নজরুল ইসলামের সাত বছরের শিশু সজীব সহপাঠীদের সাথে রবিবার বিকেল ৫টার দিকে খেলায় ব্যস্ত ছিলো। খেলতে খেলতে হঠাৎ করে বাড়ি সংলগ্ন কুশিয়ারা নদীতে সে পড়ে যায়। কুশিয়ারার প্রবল স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার এণ্ড সিভিল সার্ভিসের দমকল কর্মীরা সজীবকে উদ্ধারের চেষ্টা চালান। দমকল কর্মীরা ব্যর্থ হলে সিলেট থেকে রাতে ডুবুরি নিয়ে আসা হয়। রাত সাড়ে ২টার দিকে ডুবুরিয়া সজীবের লাশ উদ্ধার করে। সজীবের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল বাশার বদরুজ্জামান, বিয়ানীবাজার ফায়ার সার্ভিস ও সিলেট থেকে আগত দমকল কর্মীরা কুশিয়ারা নদীতে প্রায় ১২ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে শিশু সজীবের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।