• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ৩১ আগস্ট’র হরতাল স্থগিত

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০১৬
সিলেটে ৩১ আগস্ট’র হরতাল স্থগিত

mamun1সিলেট নগরীর জিন্দাবাজারের তরুণ ব্যবসায়ী করিম বক্স মামুনের খুনীদের গ্রেফতারের দাবিতে আগামী ৩১ আগস্ট ব্যবসায়ীদের ডাকা হরতাল স্থগিত করা হয়েছে।

সোমবার রাতে জিন্দাবাজারে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের এক সভায় এ হরতাল প্রত্যাহার করেন নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, বুধবার সিলেট থেকে দু’টি হজ ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে এবং পুলিশরে উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে এ হরতাল স্থগিত করেন নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট বিকালে জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ সভাপতি এম. সুলেমান হোসেন চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসী জিন্দাবাজার এ্যালিগেন্ট শপিং সিটির ব্যবসায়ী মামুনকে ছুরিকাঘাত করে।

চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট দিবাগত রাত ৩ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মামুন।