রিপোর্ট ডেস্ক : দীর্ঘ সময়ের বিরতির পর আন্তর্জাতিক ম্যাচে দেশের মাঠে খেলতে নামবে বাংলাদেশ দল। আফগানিস্তান বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আর এই সিরিজের চূড়ান্ত সূচী ঠিক হয়েছে। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিরিজের সময়সূচী প্রকাশ করেছে।
আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে আফগানিস্তানের ক্রিকেট দল। সিরিজটি শুরু হবে ২৫ সেপ্টেম্বর থেকে। এরই ফাঁকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ দলের বিপক্ষে ২৩ সেপ্টেম্বর একটি প্রস্তুতি ম্যাচও খেলবে এ দু’দল।
২৫ সেপ্টেম্বর মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর দুদিনের বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১ অক্টোবর।
আফগানিস্তানের সঙ্গে সিরিজটি শেষ হবার আগেই আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ডের বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। সিরিজের সূচীও আগেই ঠিক করা আছে। এ সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচের পাশপাশি দুটি টেস্ট ম্যাচও খেলা হবে।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচের সিরিজটি আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। দু’দিন বিরতি দিয়ে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ২০ ও ২৮ সেপ্টেম্বর টেস্ট ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচী
ম্যাচ |
তারিখ |
ভেন্যু |
প্রস্তুতি ম্যাচ |
২৩ সেপ্টেম্বর |
ফতুল্লা স্টেডিয়াম |
১ম ওয়ানডে |
২৫ সেপ্টেম্বর |
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে |
২য় ওয়ানডে |
২৮ সেপ্টেম্বর |
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে |
শেষ ও ৩য় ওয়ানডে |
১ অক্টোবর |
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে |