
ডেস্ক রিপোর্ট: নৌ-মন্ত্রী শাজাহান খান বলেছেন, ঈদুল আজহায় দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ নৌ-পথে লঞ্চে ও ফেরিতে যাতায়াত করে। নৌ-পথে যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে ইতোমধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, নৌ- পরিবহন মন্ত্রণালয়, লঞ্চ মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছে। নৌ-দুর্ঘটনা রোধ ও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।
রবিবার সকালে বরিশাল নৌ-বন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিআইডব্লিউটিসির সহকারী মহা-ব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) আব্দুর রউফসহ নৌ-মন্ত্রণালয় ও বরিশাল বন্দরের কর্মকর্তারা প্রমুখ।
মন্ত্রী বলেন, ‘যাত্রীদের নিরাপত্তার জন্য ইতোমধ্যে নৌ-বন্দর ও লঞ্চে সিসি ক্যামেরা বাসানো হয়েছে। পর্যায়ক্রমে সকল সরকারি বেসরকারি অফিসেও সিসি ক্যামেরা বসানো হবে।’
(বাংলার আলো/৪সেপ্টেম্বর/এএ.ঘ)