• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন: ওবায়দুল কাদের

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৬
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন: ওবায়দুল কাদের

obaydul kaderরিপোর্ট ডেস্ক: ঈদে ঘরেফেরা মানুষেরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবার ঈদেও রাস্তায় যানজট হবে না বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

রবিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি সড়ক মহাসড়কে কোথাও কোনো যানজট হবে না। সারা দেশের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে রাস্তার কোনো সমস্যা নেই। যানজট হচ্ছে দুর্বল ড্রাইভারের কারণে। এ ছাড়া ঈদুল আজহায় পশুবাহী ফিটনেসবিহীন গাড়ি চলে এবং রাস্তায় রাস্তায় বিকল হয়ে পড়ে, এটাও যানজটের একটা কারণ।

আশুলিয়া-সাভারের গার্মেন্টগুলো একই সময় ছুটি হওয়ায় হাজার হাজার শ্রমিক রাস্তায় চলে আসে। এতে করে যানজটের সৃষ্টি হয়। এ সময় পুলিশ, স্কাউট, গাড়ির মালিক ও সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রত্যাশা করেন মন্ত্রী।

(বাংলার আলো/৪সেপ্টেম্বর/ডিটি/এএ.ঘ)