• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে বাস ও ট্যাংকার সংঘর্ষে নিহত ৩৫

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৬
আফগানিস্তানে বাস ও ট্যাংকার সংঘর্ষে নিহত ৩৫

afganistanআন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে জাবুল প্রদেশে যাত্রীবাহী বাস এবং জ্বালানিবাহী ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ৩৫জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন।এই ঘটনায় কমপক্ষে ২৫জন আহত হয়েছেন। আহতদের জাবুলের রাজধানী কালাত এবং পাশ্ববর্তী কান্দাহার প্রদেশের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাবুলের গভর্নর বিসমিল্লাহ আফগান মাল বলেন, যাত্রীবাহী বাসটি কান্দাহার থেকে কাবুল যাচ্ছিল। পথে জ্বালানিবাহী ট্যাংকারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। ২০ জনের বেশি লোক আহত হয়।

জাবুল গভর্নরের মুখপাত্র গুল ইসলাম সেয়াল বলেন, উভয় গাড়িচালাকের অদূরদর্শিতার পরিমাণ এই দুর্ঘটনা।

কাবুল-কান্দাহারের এই সড়কে প্রায়ই জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গি হামলার আশঙ্কায় অনেক সময় এই সড়কে যানবাহনের গতি বাড়িয়ে দেন গাড়িচালকরা। এছাড়া দুর্বল সড়ক ও যোগাযোগ ব্যবস্থার কারণে আফগানিস্তানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

(বাংলার আলো/৪সেপ্টেম্বর/ডিটি/এএ.ঘ)