
রিপোর্ট ডেস্ক : বাংলাদেশে
র ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান ক্রিকেট অঙ্গনে বেশ ভাল প্রভাবই ফেলেছেন । যা সাবেক ক্রিকেটারদের তৈরি সেরা একাদশ দেখলেই বোঝা যায়। সকলেই তাদের সেরাদের তালিকায় স্থান দিচ্ছেন এ বিস্ময়বালককে। নিক নাইটের বিশ্ব একাদশের পর এবার তিনি জায়গা পেলেন ওয়াকার ইউনুসের তৈরি বিশ্ব সেরা একাদশেও।
ওয়াকার সাম্প্রতিক সময়ের ক্রিকেটারদের নিয়ে তৈরি করেছেন বিশ্ব সেরা একাদশ। এ তালিকায় তিনি ওপেনিং জুটিতে রেখেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওর্য়ানার ও ভারতের রোহিত শর্মাকে। বাদ পড়েননি বর্তমানের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিও। ব্যাটিং অর্ডারে তৃতীয়স্থানে তাকে রেখেছেন এ সাবেক পেসার।
দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সও রয়েছেন ওয়াকারের এ তালিকায়। আবার তাকে অধিনায়কের পদে আসীন করেছেন তিনি। আর পঞ্চমস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।
এছাড়াও ইংল্যান্ডের তিন ক্রিকেটার স্থান পেয়েছেন ওয়াকারের সেরার দলে। তারা হলেন, উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার, সিমার অলরাউন্ডার বেন স্টোকস ও স্পিন অলরাউন্ডার মঈন আলী।
পেস বোলার হিসেবে দলে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, পাকিস্তানের মোহাম্মদ আমির এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ওয়াকার নিজ দেশের ক্রিকেটার হিসেবে শুধুমাত্র আমিরকেই এ দলের জন্য যোগ্য মনে করেছেন। আর দ্বাদশ খেলোয়াড় হিসেবে দলে রেখেছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে।
ওয়াকারের সেরা একাদশ দের নাম:
১. ডেভিড ওর্য়ানার (অস্ট্রেলিয়া)
২. রোহিত শর্মা (ভারত)
৩. বিরাট কোহলি (ভারত)
৪. এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক-দক্ষিণ আফ্রিকা)
৫. স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
৬. জস বাটলার (ইংল্যান্ড-উইকেটরক্ষক)
৭. বেন স্টোকস (ইংল্যান্ড)
৮. মঈন আলী (ইংল্যান্ড)
৯. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
১০. মোহাম্মদ আমির (পাকিস্তান)
১১. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
১২. মার্টিন গাপটিল (দ্বাদশ ক্রিকেটার)
(দৈনিক ডাকবাংলা সিলেট/৪সেপ্টেম্বর/ডিটি/এএ.ঘ)
(বাংলার আলো/৪সেপ্টেম্বর/ডিটি/এএ.ঘ)