• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মা ও দুই মেয়েসহ ‘আত্মঘাতী’ চার নারী আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৬
মা ও দুই মেয়েসহ ‘আত্মঘাতী’ চার নারী আটক

jongiরিপোর্ট ডেস্ক: জঙ্গি তৎপরতায় সম্পৃক্ততার অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুর থেকে মা ও দুই মেয়েসহ চার নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এরা সবাই সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় আলোচিত নিউ জেএমবির আত্মঘাতী দলের সদস্য বলে জানিয়েছে বাহিনীটি। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, কম্পিউটার ও নানা ধরনের যন্ত্রপাতি পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পুলিশ জানায় সোমবার ভোরে কাজীপুর উপজেলার বড়ইতলা গ্রামের আবু সাঈদের বাড়ি থেকে চার নারীকে আটক করা হয়। আটকরা হলেন বাড়ির মালিকের স্ত্রী ফুলেরা বেগম, মেয়ে শাকিলা খাতুন ও সালমা খাতুন, একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগম।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা জেএমবির আত্বঘাতী দলের সদস্য বলে স্বীকার করে। এদের কাছ থেকে বিস্তারিত জানতে চার সন্দেহভাজন নারী জঙ্গিকেই রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।

পুলিশ জানায়, আবু সাঈদের ছেলে ফরিদুল ইসলামের বিরুদ্ধেও জঙ্গি সম্পৃক্ততায় জড়িত থাকার অভিযোগ আছে। এক বছর ধরে তিনি পলাতক। তিনিই তার মা এবং বোনকে এই পথে নিয়ে এসেছেন বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা। পরিবার প্রধান আবু সাঈদ একজন প্রবীণ ব্যক্তি। তিনি এর সঙ্গে সম্পৃক্ত নন বলেই ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর। এ কারণে তাকে আটক করা হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ ঢাকাটাইমসকে জানান, আত্মঘাতী এই নারী জঙ্গিরা তাদের ওপরের নেতাদের নির্দেশে কাজ করতো। তারা নাশকতার চেষ্টা চালাচ্ছিল। এই ওপরের নেতাদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তারা।

এর আগেও সিরাজগঞ্জ থেকে নিউ জেএমবির বেশ কয়েকজন আত্মঘাতী নারীকে আটকের কথা জানিয়েছিল পুলিশ। ‘জঙ্গি’ নারী আটক হয়েছে গাইবান্ধা থেকেও, ঢাকা থেকেও আটক হয়েছে চিকিৎসকসহ চার জন। এদের তিন জনই আবার জামায়াত পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনালের শিক্ষার্থী। এই নারীদের কাছ থেকে জঙ্গি তৎপরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এর বিস্তারিত প্রকাশ করা হয়নি এখনও।

আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আরেক বাহিনী র‌্যাব জানিয়েছে, জঙ্গি তৎপরতায় পুরুষদের পাশাপাশি নারীদেরকেও জড়িয়েছে নিউ জেএমবি। এমন এক হাজার একশ নারীর তালিকা আছে তাদের কাছে।

সিরাজগঞ্জে চার ‘জঙ্গি’ নারীকে আটকের পর জেলা গোয়েন্দা পুলিশের ব্রিফিংয়ে জানানো হয়, জিহাদী কর্মকা- পরিচালনা ও জঙ্গি সদস্য সংগ্রহ করার জন্য জেলার কাজীপুর উপজেলায় বৈঠকের চেষ্টা করছিল চার নারী জঙ্গি। এই খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। সেখানে চারজনকে আটকের পর ওই বাড়ি থেকেই জিহাদি বই, জিহাদি তথ্য সংরক্ষিত রাখা কম্পিউটার ও কিছু ইলেক্ট্রনিক যন্ত্রপাতিও উদ্ধার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার জেলার উল্লাপাড়া উপজেলা থেকে বিপুল পরিমাণ জিহাদী বইসহ জেএমবির তিন পুরুষ সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ।

(বাংলার আলো /৫সেপ্টেম্বর/ডিটি/এএ.ঘ)