• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আজ থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০১৬
আজ থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

treinনিজস্ব প্রতিবেদক: আজ থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। গতকাল থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকালেও একদিন পিছিয়ে ৬ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়।

মঙ্গলবার দেয়া হবে ১৫ সেপ্টেম্বরের টিকিট। এছাড়া ৭ তারিখ ১৬ সেপ্টেম্বরের, ৮ তারিখ ১৭ সেপ্টেম্বরের, ৯ সেপ্টেম্বর ১৮ সেপ্টেম্বরের টিকিট এবং ১০ সেপ্টেম্বর পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বরের টিকিট।
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর থেকে ট্রেনের ফিরতি টিকিট পাওয়া যাবে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন সোমবার হওয়ায় ঈদের পরের দিন ঢাকা থেকে যথা নিয়মে যাওয়ার জন্য ১২ সেপ্টেম্বর দিনাজপুর-ঢাকা পথে একমুখী চলাচল করবে। তাছাড়া পদ্মা এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেস চলাচল করবে না। এদিকে, মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট একমাস আগে বিক্রি হয় বলে ঈদের দিন ১৩ সেপ্টেম্বর কলকাতা-ঢাকা পথে এবং ১৪ সেপ্টেম্বর ঢাকা-কলকাতা যথা নিয়মে চলাচল করবে।

উল্লেখ্য যে, ১৩ সেপ্টেম্বর সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

(বাংলার আলো/৬সেপ্টেম্বর/ডিটি/এএ.ঘ)