
খেলাধুলা ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে বুধবার ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। দিনের প্রথম প্রহরে বাংলাদেশ সময় ভোর ৫টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ভেনিজুয়েলা। ম্যাচটি সরাসরি দেখাবে সনি ইএসপিএন।
এরপর ভোর ৬:৪৫টায় ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স। এই ম্যাচে দলের ত্রাতা ফুটবলার লিওনেল মেসিকেই ছাড়া মাঠে নামতে হচ্ছে বাউজার দলকে। কারণ নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ইনজুরিরতে পড়েন মেসি।
তারপরও আজ খেলার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন লিও। কিন্তু মেসিকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি নন বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ। সেক্ষেত্রে বলাই যাচ্ছে একাদশে থাকছেন না বার্সা সুপারস্টার।
এদিকে ব্রাজিল দলের নেতৃত্বে এসেছে পরিবর্তন। কলম্বিয়ার বিপক্ষে নেইমারের পরিবর্তে ক্যানারিনিয়োদের নেতৃত্ব দিবেন দলের তারকা ফুটবলার দানি আলভেজ। ম্যাচ শুরুর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন খবর নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ তিতে।
আর্জেন্টিনা একাদশ:
রোমেরো, মার্কোস রোহো, ডেমিচেলিস, জাবালেতা, মাসচেরানো, লামেলা, ডি মারিয়া, প্রাত্তো, আগুয়েরো, ডিবালা, আলারিও।
ব্রাজিল একাদশ:
অ্যালিসন, দানি আলভেজ, মারকিওনো, মিরান্ডা, মার্শেলো, কেসিমিরো, পালিনহো, রাউগুস্তো, উইলিয়ান, নেইমার, গাব্রিয়েল জিসু।
(বাংলার আলো/৬সেপ্টেম্বর/ডিটি/এএ.ঘ)