
স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের নেতৃত্ব ছেড়েছেন আগের ম্যাচ শেষে। ব্রাজিল দলের নেতৃত্ব দেয়া হয়েছে দানি আলভেজের হাতে। কিন্তু নেইমারের নৈপুণ্য সেই আগের মতোই জারি। তার দুর্দান্ত নৈপুণ্য বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়াকে ২-১ গোলে হারালো ব্রাজিল। ব্রাজিলের দুই গোলেই অবদান সাবেক অধিনায়ক নেইমারের। অবশ্য ম্যাচের তিনটি গোলই এসেছে ব্রাজিলের খেলোয়াড়দের কাছ থেকে। কলম্বিয়া যে গোলটি পেয়েছে সেটা করেছেন ব্রাজিলের মারকুইনহোস। এদিন মানাউসে ম্যাচের মাত্র ৮৮ সেকেন্ডে এগিয়ে যায় স্বাগতিক ব্রাজিল। নেইমারের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন ইন্টার মিলানের ডিফেন্ডার মিরান্দা। তবে ৩৬ মিনিটে ম্যাচে সমতা ফেরে। ব্রাজিলের ২২ বছর বয়সী ডিফেন্ডার মারকুইনহোস বল রুখে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন। তবে ৭৪ মিনিটে এবার নিজেই ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। ফিলিপে কুটিনহোর পাস থেকে গোল করেন বার্সেলোনার এ স্ট্রাইকার। এই নিয়ে বাছাইপর্বে টানা দুই ম্যাচে গোল পেলেন নেইমার। এদিন তিনি আরো কয়েকটি গোলের সুযোগ পান। ম্যাচের ১৪ মিনিটেই ফ্রি-কিক থেকে গোলের সুযোগ পান তিনি। কিন্তু বলটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। আর দ্বিতীয়ার্ধে ফিলিপে কুটিনহো প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকা পেয়েও কাজে লাগাতে পারেননি। তবে এই জয়ে আদেনর লিওনার্দো বাচ্চি তিতের অধিনে শতভাগ সাফল্য ধরে রাখলো ব্রাজিল। তার অধিনে এদিন দ্বিতীয় ম্যাচ কেলে ব্রাজিল। ২০১৮-রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে আগের ম্যাচে তারা ইকুয়েডরকে ৩-০ গোলে হারায়। এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে ব্রাজিল। ৮ ম্যাচে ৪ জয়, ৩ ড্র এক হারে ১৫ পয়েন্ট তাদের। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উরুগুয়ে। এই পর্বের প্রথম ম্যাচে উরুগুয়ে আর্জেন্টিনার কাছে হারে। কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দিলো।
(বাংলার আলো/৭ সেপ্টেম্বর/এমজে/এএ.ঘ)