• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৬
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Ahsan_Ullahবাংলার আলো ডেস্ক: আওয়ামী লীগ নেতা ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় আজ প্রকাশ করা হয়েছে।
হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের স্বাক্ষরের মধ্যদিয়ে রায়টি প্রকাশ পেলো। রায়ে ছয় ব্যক্তির মৃত্যুদন্ড বহাল রাখা হয়। ১৮২ পৃষ্ঠার এই রায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও দেয়া হয়েছে।
এক যুগ আগে মুক্তিযোদ্ধা, শিক্ষক, শ্রমিকনেতা , আওয়ামী লীগের সংসদ সদস্য জনপ্রিয় ব্যক্তিত্ব আহসান উল্লাহ মাস্টারকে হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদন্ড বহাল রেখে হাইকোর্ট রায় ঘোষণা করেছিলো।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হচ্ছে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকার, নূরুল ইসলাম দিপু, মাহবুবুর রহমান মাহবুব, শহীদুল ইসলাম শিপু, হাফিজ ওরফে কানা হাফিজ ও সোহাগ ওরফে সরু।
(বাংলার আলো/৭ সেপ্টেম্বর/বিএসএস/এএ.ঘ)