• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে পুলিশী পাহারায় গন্তব্যে পৌঁছে দেওয়া হবে পশুবাহি গাড়ি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০১৬
সিলেটে পুলিশী পাহারায় গন্তব্যে পৌঁছে দেওয়া হবে পশুবাহি গাড়ি

p1নিজস্ব প্রতিবেদক: সিলেটের গরু ব্যবসায়ীদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ। গরু ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশের বিশেষ টিম ২৪ ঘন্টা কাজ করছে। পথে ‘হাইজ্যাকারদের’ থেকে বাঁচাতে বাইর থেকে আসা গরুর ট্রাক নির্দিষ্ট গন্তব্যেও পৌঁছে দিচ্ছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশ সূত্র জানায়, গরু ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। যেসব গরু ব্যবসায়ী সিলেট নগরীর বিভিন্ন হাটে গরু নিয়ে আসছেন, তাদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

জানা যায়, সিলেট মহানগরীর চণ্ডিপুল এলাকায় গরুবাহী গাড়ি এলে পুলিশ তাদেরকে গন্তব্য জিজ্ঞেস করে। গন্তব্য বৈধ কোনো পশুর হাটে হলে পুলিশ নিজ উদ্যোগে ওই গরুবাহী গাড়ি নির্দিষ্ট হাটে পৌঁছে দেয়।

নগরীর বিভিন্ন স্থানে গজিয়ে ওঠা অবৈধ হাটের দৌরাত্ম ও পশুবাহি ট্রাক আটকে জোরপূর্বক পশু থামিয়ে দেওয়া ঠেকাতে এ উদ্যােগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, গরু ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে। তাদের নিরাপত্তায় পুলিশের টিম ২৪ ঘন্টাই দায়িত্ব পালন করছে।

বাংলার আলো/১০ সেপ্টেম্বর/এসটি/এএ.ঘ