• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

২ নং ওয়ার্ডের প্রার্থী শামীম কবীরকে হত্যার চেষ্ঠা : থানায় জিডি

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৬
২ নং ওয়ার্ডের প্রার্থী শামীম কবীরকে হত্যার চেষ্ঠা : থানায় জিডি

স্টাফ রিপোর্টার
তরুণ সমাজসেবী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা কৃষক লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক কুচাই ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা ও জেলা পরিষদের ২ নং ওয়ার্ডের ঢোল প্রতিকের প্রার্থী শামীম কবীরকে হত্যার চেষ্ঠা চালিয়েছে দুবৃর্ত্ত। শুক্রবার রাত ১০ টায় দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্ত্বরের পার্শ্ববর্তী আনোয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শামীম কবীর দক্ষিণ সুরমা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। যার নং-১২৩৫,তারিখ-২৩/১২/২০১৬ইং। সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন,ঘটনার সময় তিনি মোবাইলে কথা বলছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি তিনির পেছন দিকে এসে তাকে অশ্লিল ভাষায় গালাগালি করার এক পর্যায়ে শামীম কবীরের ঘাড়ে আঘাত করে মাটিতে ফেলে হত্যার চেষ্ঠা চালায়। তখন তিনি আত্মচিৎকার করলে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন এগিয়ে আসলে ঐ দুবৃর্ত্ত পালিয়ে যেতে সক্ষম হয়। শামীম কবীরের ধারণা নির্বাচন সংক্রান্ত কোনো কালো শক্তি এ ঘটনা ঘটিয়েছে।