• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শাবিতে অপেক্ষমান তালিকার ভর্তি ২৭ ও ২৮ ডিসেম্বর

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৬
শাবিতে অপেক্ষমান তালিকার ভর্তি ২৭ ও ২৮ ডিসেম্বর

শাবি প্রতিনিধি:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অপেক্ষামান তালিকা থেকে ২৭ ও ২৮ ডিসেম্বর ভর্তি করা হবে।
‘বি’ ইউনিটের অপেক্ষামান তালিকা থেকে ২৭ ডিসেম্বর এবং ‘এ’ ইউনিটের ২৮ ডিসেম্বর ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন।
গত ১৮ ডিসেম্বর মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য www.sust.edu/admission অথবা ০১৫৫৫৫৫৫০০১-৪ নম্বরে যোগাযোগ করে জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন।