• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে ওসি হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার- ২

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৬
ওসমানীনগরে ওসি হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার- ২

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান হত্যা মামলার পলাতক আসামী এবং ডাকাতি মামলার আরেক আসামীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- উপজেলার পূর্ব তিলাপাড়া গ্রামের এবাদ উল্যার ছেলে ৩টি ডাকাতির মামলার পলাতক আসামী জিয়াউল হক (২৬) এবং এওলাতৈল গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ওসি মোস্তাফিজুর রহমান হত্যা মামলার পলাতক আসামী সুজন উদ্দিন (২৩)।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী বলেন, রবিবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।