• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জনগণ জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৬
জনগণ জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে বলেই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। একই সঙ্গে জনগণও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।’

রোববার শিশু একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীতে জঙ্গি আছে। এখানে জঙ্গিরা মাঝেমধ্যে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে। তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। জঙ্গিদের সবসময় নজরদারিতে রাখা হয়েছে। যেসব জঙ্গি পলাতক আছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করা হবে।’

অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা এখন আগের মতো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। জঙ্গিদের পেছনে যারা আছে, তাদেরও খুঁজে বের করা হবে।’