• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

স্ত্রীর জিহ্বা কেটে দেয়ার ঘটনায় স্বামী বেলাল কারাগারে

admin
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৬
স্ত্রীর জিহ্বা কেটে দেয়ার ঘটনায় স্বামী বেলাল কারাগারে

স্টাফ রিপোর্টার: সিলেটে যৌতুক না পেয়ে স্ত্রী সুমা বেগমের জিহ্বা ও পায়ের রগ কেটে দেয়ার দায়ে অভিযুক্ত স্বামী বেলাল আহমদকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার সকাল ১০টায় আসামী বেলাল সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বলে জানিয়েছেন সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন।

তিনি জানান, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে পলাতক থাকা অবস্থায় গতকাল সোমবার সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মামুনুর রহমান সিদ্দিকীর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন বেলাল। পরে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। ওসি আক্তার হোসেন বলেন, আমরা বেলালের ১০ দিনের রিমান্ড আবেদন করবো, এছাড়াও মামলার এজাহারভুক্ত বাকিদের ধরতেও পুলিশের তৎপরতা চলবে।

পুলিশ জানায়, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার পশ্চিম দর্শা গ্রামে সুমা বেগমের পৈতৃৃক বাড়িতে যৌতুকের জন্য নির্মম নির্যাতন চালায় বেলাল ও তার দুই সহযোগী। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে সুমার জিহ্বা, বাঁ পায়ের রগ কেটে দেয়। এছাড়ও বুকে গভীর জখম করে। পরে গুরুতর আহত সুমা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, তিনি এখনো সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পরদিন ১৬ ডিসেম্বর বেলাল আহমদ, তার দুই ভাই, মা ও অজ্ঞাত দুইজনকে আসামী করে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়। ১৭ ডিসেম্বর সকালে বেলালের মা জয়বুন্নেছা ও রাতে বেলালের মামাতো ভাই ফয়েজ মিয়া ও ভাগনে রেদওয়ানকে গ্রেপ্তার করে পুলিশ।