
ছাতকে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘষের ঘটনায় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামে এ সংঘষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ গুরুতর আহত আব্দুস সালাম,রহিম উদ্দিন,রাকিব আলী, নূর মিয়া, সুনু মিয়া, তায়িদ মিয়া, শান্তিয়া বেগম, হাসান আলী, জাহাঙ্গীর আলম, নুরুল আলম, শাহ আলম, সোহেল মিয়া, শরিফ খাঁন, বশির উদ্দিন, ফয়জুল, জুয়েল মিয়া সহ ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮ জন গুলিবিদ্ধ।
এদিকে ওসমানী হাসপাতালে এসে হামলায় আহত হলেন , হাসান আহমদ, আব্দুল আজিজ, জালু মিয়া, আব্দুল হেকিম, করিম, ঐ ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় পুলিশ মাইক্রোবাস থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। পক্ষের লোকজনের এবং দুই জন আটক।
স্থানীয় সূত্রে জানা যায়, পালপুর গ্রামের নুর মিয়া পক্ষের সাথে একই গ্রামের আবুল হোসেন, আকিক মিয়া, আব্দুল জলিল পক্ষদ্বয়ের মধ্যে সরকারি জায়গায় গাছ কাটাসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা রয়েছে। এসব বিষয়ে গ্রামের পঞ্চায়েত কমিটি একাধিকবার সালিশ বৈঠকও করেছেন। দু’পক্ষের মধ্যে থানায় ও আদালতে একাধিক মামলাও রয়েছে। সোমবার সকালে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আবুল ও আকিকের পক্ষের লোকজন প্রতিপক্ষ নুর মিয়া পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা করে। পরে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে এলাকায় প্রায় অর্ধশতাধিক রাউন্ড গুলি হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসী। সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩০ জনের মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
দোলারবাজার ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া জানান, সরকারি জমিতে গাছ কাটা নিয়ে থানায় মামলা ছাড়াও দু’পক্ষের মধ্যে পূর্ব শক্রতার জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার জানান, এ সংঘষের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।